একদিন করাচী ভারতের অংশে পরিণত হবে, করাচী সুইটস বিতর্কে এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সেইসঙ্গে তাঁর আরও মন্তব্য, একদিন করাচী অখন্ড ভারতের অংশ ছিল। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্যে করেন ফড়নবিস।
মুম্বই শহরের বান্দ্রা পশ্চিমে অবস্থিত মিষ্টির দোকান ‛করাচী সুইটস’ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। শিব সেনা নেতা নান্দগাঁওকার ওই দোকানের মালিককে হুমকি দিয়েছেন দোকানের নাম যেন পাল্টে দেওয়া হয় এবং মারাঠিতে নাম রাখা হয়। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফড়নবিসের মন্তব্য, বর্তমানে হিন্দুদের অত্যাচার করা ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, বান্দ্রা পশ্চিমে অবস্থিত মিষ্টির দোকান করাচী সুইটস। দোকানের মালিকের পূর্ব পুরুষ করাচীর বাসিন্দা ছিলেন। দেশ ভাগের সময় করাচীর ঘরবাড়ি ফেলে ভারতে চলে আসেন তাঁরা। তাদের ফেলে আসা ভিটেমাটির স্মরণে দোকানের নাম রাখেন করাচী সুইটস। আর সেই নামেই আপত্তি শিব সেনার।