বেঙ্গালুরুর সোনা ব্যবসায়ী গণশ্রবন কেরালার চোট্টানিক্করা মন্দিরে ৭০০ কোটি টাকা দান করার কথা ঘোষণা করলেন। গত ১৬ই নভেম্বর, ওই ব্যবসায়ী তাঁর কোম্পানি ‛স্বামীজি গ্রূপ অফ কোম্পানিস’-এর কর্মীদের সঙ্গে ওই মন্দির ঘুরে দেখেন। প্রসঙ্গত, চোট্টানিক্করা মন্দির কেরালার কোচিতে অবস্থিত একটি বিখ্যাত মন্দির।
ওই ব্যবসায়ী জানিয়েছেন যে, তাঁর দান করা ৭০০ কোটির মধ্যে ৩০০ কোটি টাকা খরচ করে মন্দিরের সংস্কার করে এমন রূপ দেওয়া হবে, যা দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে। এই টাকার মধ্যে মন্দিরের চূড়াকে সোনার প্লেটে মুড়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আর বাকি ৪০০ কোটি টাকা খরচ করে ৫০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল, গেস্ট হাউস, অডিটোরিয়াম, মন্দিরে যাওয়ার রাস্তা ও জলের প্লান্ট নির্মাণ করা হবে। তাঁর ঘোষণা এই যে, উক্ত হাসপাতালে ধর্মনির্বিশেষে সবাইকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
তিনি কেন এই মন্দিরে দান করেছেন? এই প্রশ্নের উত্তরে ওই ব্যবসায়ী জানিয়েছেন যে, তাঁর গুরুদেব ওই মন্দিরে প্রার্থনা করতে বলেছিলেন। তারপরেই তাঁর ব্যবসার ব্যাপক উন্নতি হয়েছে এবং ব্যবসায় প্রচুর লাভ করেছেন। তাই, সেই লাভের একটি অংশ তিনি মন্দিরে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।