বাংলাদেশের মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় এবং কোনও কোনও সময় মন্দিরের মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে। আবার অনেকসময় মন্দিরের মূল্যবান মূর্তি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির থেকে চুরি যাওয়া মূল্যবান বেশ কয়েকটি মুর্তিসহ ৪ মুসলিম দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো নবীনগর থানার পুলিশ।
ব্রাক্ষণবাড়িয়া নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ‘ঠাকুর বাড়ি’র মন্দির থেকে প্রতিমা চুরি হয়। এই ঘটনায় জড়িত ৫ জনকে আটক করার পাশাপাশি চুরি করা মূর্তিগুলো উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীরা হলো মো. কাজল (২২), মো.নাছির উদ্দিন(২২), মোঃ জসিম উদ্দিন(৩৫), মোঃ হৃদয় মিয়া(১৫), মোঃ রহিছ মিয়া(৩৫)। তাদের বাড়ি ওই এলাকার ভোলাচং চৌধুরী পাড়া। গত বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে মোঃ কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া ধাতব মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, বর্তমানে মূর্তিগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং পরে মন্দির কতৃপক্ষের হাতে উদ্ধার হওয়া মূর্তিগুলো তুলে দেওয়া হবে।