হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে নদীয়ার বগুলায় মহাসমাবেশে সামিল হলেন হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। গত ১৯শে নভেম্বর, বৃহস্পতিবার হওয়া এই সমাবেশ থেকে দাবি উঠলো যে অবিলম্বে দেশে CAA( নাগরিকত্ব সংশোধনী আইন) লাগু করতে হবে। সমবেত মতুয়া সম্প্রদায়ের মানুষেরা সনাতনী উদ্বাস্তু সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে আওয়াজ তুললেন।
এই সমাবেশের ডাক দিয়েছে মতুয়া মহাসঙ্ঘ। সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা মতুয়া আন্দোলনের মুখে শ্রী শান্তনু ঠাকুর এবং মতুয়া মহাসঙ্ঘের অন্যতম জনপ্রিয় তরুণ নেতা মুকুটমনি অধিকারী। সমাবেশের বক্তারা প্রায় একই সুরে বললেন যে, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে পাস হওয়া CAA আইনকে অবিলম্বে লাগু করতে হবে।
প্রসঙ্গত, ধর্মীয় কারণে অত্যাচারিত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু, শিখ, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে CAA আইন পাস করে মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। কিন্তু দেশের কিছু হিন্দু বিরোধী মানুষজন ও রাজনৈতিক দলের চরম বিরোধিতার ফলে সেই আইন লাগু করতে বিলম্ব করছে কেন্দ্র সরকার। আর তার।ফলে উদ্বাস্তু সমাজে ক্ষোভ বাড়ছে। কারণ এ রাজ্যে বিশাল সংখ্যক উদ্বাস্তু হিন্দু বসবাস করেন, যারা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আর তাদের মধ্যে বিশাল সংখক মানুষ মতুয়া সম্প্রদায়ের। ফলে CAA লাগু না হওয়ায় ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদের রাস্তা বেছে নিলেন।