রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য চালু হওয়া স্কলারশিপ প্রকল্প ‛ঐক্যশ্রী’-এর জন্য প্রচুর আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত সারা রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৪২ লক্ষ আবেদন জমা পড়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই প্রকল্পে আবেদনের সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের( মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ও শিখ) ছাত্র-ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে স্কলারশিপ দেওয়ার উদ্দেশ্যে ‛ঐক্যশ্রী’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই স্কলারশিপ মূলত সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমের মাধ্যমে সরবরাহ করা হয়।
দেখা গিয়েছে, রাজ্যের জেলাগুলির মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। তারপরে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত ৫ লক্ষ ৮০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। জেলার মুসলিম অধ্যুষিত ভাঙড়, মগরাহাট ১ ও ২, ক্যানিং ব্লকগুলিতে প্রচুর আবেদন জমা পড়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আবেদন করার সময়সীমা বাড়িয়ে ১৫ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।