বাজারে এলো নতুন হিন্দু বিরোধী ওয়েব সিরিজ ‛আশ্রম’। এই ওয়েব সিরিজে হিন্দু ধর্মের শ্রদ্ধার আসনে থাকা সাধু-সন্ন্যাসীদের সমাজের চোখে খাটো করে দেখানোর সবরকম চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে ওয়েব সিরিজটি MX Player-এ দেখানো হচ্ছে। আর তা দেখার পরই ধর্মপ্রাণ হিন্দু মাত্রই শিউরে উঠছেন। ওই ওয়েব সিরিজটিতে হিন্দু সাধুদের দেখানো হয়েছে ধর্ষক হিসেবে। এমনকি পুরো ওয়েব সিরিজ জুড়ে এটাই দেখানো হয়েছে যে, সন্ন্যাসী আশ্রমের আড়ালে ধর্ষণ, ভোটে প্রভাব খাটানো, ড্রাগস-এর ব্যবসা করছেন।
এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন। ওয়েব সিরিজ ‛আশ্রম-২’ দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায়ও দেখা যাচ্ছে। সিরিজটিতে সন্ন্যাসীকে ধর্ষক, লম্পট, নীচ এবং ঘৃণ্য করে দেখানো হয়েছে। পুরো সিরিজে এটা প্রমান করার চেষ্টা করা হয়েছে, একজন সাধু আশ্রমের আড়ালে নিজের যৌন লালসা চরিতার্থ করেন। তিনি আশ্রমে আসা মহিলা ভক্তদের ধর্ষণ করেন। কিন্তু বাস্তবে কি হিন্দু সমাজের সাধুরা এই রকম? নাকি সম্পূর্ণ পরিকল্পনা করে হিন্দু সাধুদের বদনাম করার চেষ্টা করা হয়েছে?
কারণ সহজেই অনুমেয়। কারণ দেশে হিন্দু সমাজের শ্রদ্ধার পাত্র সাধুদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মারা হচ্ছে দেশজুড়ে। এমন পরিস্থিতির মুখে যেভাবে সাধুদের চরিত্র হননের চেষ্টা হয়েছে, তা যথেষ্ট নিন্দনীয়। তাছাড়া, কেন শিল্পের স্বাধীনতার নামে সিনেমায় হিন্দু ধর্মকে অবমাননা করা হয়? কেন বারবার হিন্দু ধর্মের শ্রদ্ধার স্থানে আঘাত হানা হয়? কেন? কেন? ধর্মনিরপেক্ষতার অর্থই কি হিন্দুদের শ্রদ্ধায় আঘাত করা? নাকি হিন্দুরা সহিষ্ণু বলেই হিন্দুদের শ্রদ্ধায় আঘাত নেমে আসে বারবার?
এর উত্তর খুঁজতে হবে হিন্দু সমাজকে।