একটি লাভ জিহাদের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। কপালে তিলক কেটে, নিজের মুসলিম পরিচয় গোপন করে এক হিন্দু যুবতীকে প্রেমের জালে ফাঁসালেন আব্দুল রাজ্জাক নামে এক যুবক। সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পরেও ওই যুবতীর গোপন ছবি তুলে রাখে ওই যুবক। পরে ওই যুবতী আব্দুল রাজ্জাকের আসল পরিচয় জানতে পেরে বিয়ে করতে রাজি না হওয়ায়, তাঁর গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ওই যুবক। পরে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কন্নড় সংবাদ সংস্থা ‛সুবর্ণা নিউজ’-এর দেওয়া খবর অনুযায়ী, আব্দুল রাজ্জাক দক্ষিণ কন্নড় জেলার কোডাবা এলাকার বাসিন্দা। ফেসবুকে সে ওই হিন্দু যুবতীকে প্রেমের জালে ফাঁসাতে নিজের মুসলিম পরিচয় গোপন করে এবং নিজেকে সঞ্জু হিসেবে পরিচয় দেয়। পরে ফেসবুকে চ্যাট করতে করতে যুবতীর মোবাইল নাম্বার নেয় সে। এমনকি হিন্দু যুবতীর বিশ্বাস অর্জন করতে সে কপালে তিলক কেটে ওই যুবতীর সঙ্গে মন্দিরেও যেত। এইভাবে আব্দুল ওই হিন্দু যুবতীকে নিজের প্রেমের জালে ফাঁসায়। পরে দুজনের শারীরিক সম্পর্ক হয়। সেইসময় গোপনে মেয়েটির নগ্ন ছবি মোবাইলে তুলে রাখে সে। পরে মেয়েটি জানতে পারে যে, সঞ্জু হিন্দু নয়। তখন সে বুঝতে পারে যে, সে প্রতারণার শিকার। তারপরেই উপ্পিনগড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী পিতা। তারই ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।