প্রেমের ফাঁদে ফেলে গুজরাটে পাচার হওয়া এক হিন্দু নাবালিকাকে উদ্ধার করলো সিআইডি। ওই নাবালিকাকে গত ১২ই অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে রাজকোট থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি, শেখ তাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হুগলির আরামবাগে।
জানা গিয়েছে, ওই নাবালিকা দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার বাসিন্দা। সে মঠের দীঘি হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করতো। গত ৬ তারিখ বাড়ি থেকে টিউশন পড়ার নাম করে বেরিয়ে যায় সে। কিন্তু বাড়ি ফেরেনি সে। তাঁর ফোনও সুইচ অফ ছিল। তাঁর পিতা জীবনতলা থানায় গত ৭ই অক্টোবর, থানায় অভিযোগ দায়ের করেন, FIR NO- ৪৫৬। পরে এই কেসের তদন্তভার নেয় সিআইডি। পরে গোয়েন্দারা ফোনের সূত্র ধরে গুজরাটের রাজকোট থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে।

তাহিদুর রহমান ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ওই নাবালিকাকে। এমনকি সে যে বিবাহিত, তাও জানায়নি নাবালিকাকে। তারপর পাচার করাই উদ্দেশ্যে গুজরাটে নিয়ে যায় তাকে। সেখানে সে বাড়িভাড়া নিয়ে থাকছিলো এবং রাজমিস্ত্রির কাজ করতো সে। কিন্তু পাচার করার আগেই সিআইডি উদ্ধার করে ওই নাবালিকাকে এবং গ্রেপ্তার করে তাহিদুর রহমানকে।