পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের মাঝে হিন্দুদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নেটিজেনদের প্রশ্ন- কাকে শুভেচ্ছা জানাচ্ছেন? পাকিস্তানে কি আদৌ হিন্দু টিকে আছে?
গতকাল ১৪ই নভেম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেশের হিন্দু নাগরিকদের দীপাবলীর শুভেচ্ছা জানান ইমরান খান। আর তারপরেই নেটিজেনদের প্রশ্নবাণের মুখে পড়েন তিনি। অনেকেই পাকিস্তানের হিন্দুদের দুর্দশা ও তাদের ওপর লাগাতার অত্যাচার নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন ইমরান খানের দিকে। একজন প্রশ্ন ছুঁড়ে দেন- পাকিস্তানে কি আর কোনো হিন্দু টিকে আছে? আমি ভেবেছিলাম যে সবাইকে ইতিমধ্যেই ধর্মান্তরিত করা হয়েছে। একই ভাষায় অন্যান্য নেটিজেনরা সমালোচনায় বিদ্ধ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তবে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইমরান।
পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। হিন্দু মেয়েদের অপহরণ এবং জোর করে ইসলামে ধর্মান্তরণের ঘটনা আকছার ঘটে। এমনকি কোনো হিন্দু ধর্মান্তরিত হতে না চাইলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ইদানিংকালে ঘটেছে। মন্দির ভাঙচুর, লক ডাউনে হিন্দুদের রেশন না দেওয়ার মতো ঘটনা ঘিরে আন্তর্জাতিক দুনিয়ায় সমালোচনার শিকার হয়েছে পাকিস্তান। তারপরেও হিন্দুদের সুরক্ষায় কোনো পদক্ষেপ করেনি পাকিস্তান সরকার। তারই মধ্যে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষের মুখে ইমরান।