আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে কয়েকদিন আগেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্পকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন জো বাইডেন। কিন্তু নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর পক্ষে যে জন সমর্থন রয়েছে তার প্রমান মিলছে গতকাল থেকেই। এবার ট্রাম্পের সমর্থনে আমেরিকার বিভিন্ন স্থানে পথে নেমেছেন আম জনতা। তাদের দাবি, ট্রাম্পকে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তাঁরা। এমনকি তাঁরা ক্ষুব্ধ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও।
আজ সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার আমেরিকান জনতা পথে নেমেছেন। তাঁরা হাতে প্ল্যাকার্ড, হ্যান্ড মাইক নিয়ে ট্রাম্পের সমর্থনে গলা ফাটাচ্ছেন। তাদের দাবি, ট্রাম্পকে আবার রাষ্ট্রপতি পদে বসাতে হবে। তাদের কথায়, ট্রাম্পই আমেরিকাকে মহান করে তুলতে পারেন। এমনকি জনতা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি করে ট্রাম্পকে হারানো হয়েছে। দুর্নীতি না হলে ট্রাম্প জিততেন, এমনটাই মনে করছেন তাঁরা। তাঁরা আগামী চার বছর রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পকে দেখতে চান, এমনই দাবি।
(Image Credit: ANI)