বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাগাতার হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস ঘেরাও করার ডাক দিয়েছিল বজরং দল। সেইমত সংগঠনের কর্মী এবং বহু হিন্দুত্ববাদী মানুষজন জড়ো হয়েছিলেন বিড়লা তারামণ্ডলের সামনে। সেখান থেকেই মিছিল শুরু হওয়ার মুখেই পথ আটকালো পুলিশ। পুলিশের বাধা পেয়ে হিন্দুত্ববাদী কর্মীরা রাস্তায় বসে পড়েন। চলে প্রতিবাদ। আওয়াজ ওঠে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ানো হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু হিন্দুত্ববাদী যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ম অবমাননার মিথ্যে গুজব ছড়িয়ে যেভাবে কুমিল্লার হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে, তাতে সারা বিশ্বের মানুষজন বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষের হাতে ডেপুটেশন দেওয়ারও পরিকল্পনা ছিল বজরং দলের। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পথ আটকায় এবং বহু যুবককে গ্রেপ্তার করে।