অসাম্প্রদায়িক(?) বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থান এবং ধর্মীয় বিশ্বাসের উপর মৌলিবাদীদের হামলার ঘটনা অব্যাহত। মূর্তি ভাঙা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এবার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডৌহখোলা ইউনিয়নের সিংজানি গ্রামে মা কালীর নির্মীয়মান প্রতিমা ভাঙচুর করা হলো। জানা গিয়েছে, গত শনিবার রাতে মৌলবাদীরা ওই প্রতিমাটি ভাঙচুর করে। তাঁরা নির্মীয়মান কালী প্রতিমার হাত, মাথা ভেঙে ফেলে দিয়ে যায়।
ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ স্থানীয় হিন্দু গ্রামবাসীরা। কারণ সামনেই কালী পূজা। এমতবস্থায় প্রতিমা ভেঙে দেওয়ার ফলে পূজা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ এত কম সময়ের মধ্যে প্রতিমার ব্যবস্থা করা যথেষ্ট সমস্যাবহুল। পাশাপাশি প্রতিমা ভাঙ্গায় এলাকার হিন্দুরা আতঙ্কিত। কারণ যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটছে, তাতে আতঙ্কে রয়েছেন ময়মনসিংহ জেলার সিংজানি গ্রামের বাসিন্দারা।