লাভ জিহাদের শিকার হয়ে বাড়ি ছাড়লেন নদীয়া জেলার শান্তিপুরের এক হিন্দু তরুণী(১৯)। তাঁর বাড়ি শান্তিপুরের ফুলিয়া বয়রার দিব্যনগরে। ওই তরুণী রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত পরশু বাড়ি ছাড়ে সে। জানা গিয়েছে, ফেসবুকে তাঁর সাথে পরিচয় হয় উত্তর ২৪ পরগনা জেলার মসলন্দপুরের বাসিন্দা ইজাজ আহমেদের সঙ্গে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের তরফে এই সম্পর্কে আপত্তি জানানোর পরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। সূত্রের খবর, পরিবারের তরফে কোনোরকম মিসিং ডায়েরি পর্যন্ত করা হয়নি।
প্রসঙ্গত, নদীয়া জেলায় লাভ জিহাদের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। প্রেমের ফাঁদে পা দিয়ে একের পর এক হিন্দু তরুণী ঘর ছাড়ছেন। তারপরে ধর্মান্তরিত হচ্ছেন। বিগত কয়েকমাসে এরকম একাধিক ঘটনার খবর পাওয়া গিয়েছে। কয়েকটি ঘটনার বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন স্থানীয় সংগঠনের কিছু কর্মী। তাদের কথায়, সম্পূর্ণ পরিকল্পনা করেই হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানো হচ্ছে বলে আমাদের অনুমান। একমাত্র লাভ জিহাদ বিরোধী আইন ছাড়া এটা আটকানো সম্ভব নয়।