সিলেট প্রতিনিধিঃ সারাদেশে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাত তুলে দিনাজপুরের পার্বতীপুরে ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু পল্লীতে হামলা, নোয়াখালী ও যশোর বিজ্ঞান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বী কতেক ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপচেষ্টা,অধ্যাপক কুশলবরন চক্রবর্তীকে হত্যার হুমকি, শহীদুল নবী জুয়েলকে আগুনে পুড়িয়ে হত্যা সহ সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ার সামনে তরুন সনাতনী সংঘ (টি.এস.এস) শ্রীমঙ্গল উপজেলা শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যেগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি দিজেন্দ্র লাল রায় এর সভাপত্বিতে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক ছোটন চৌধুরী, তরুন সনাতনী সংঘ(টি.এস.এস) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক সৌরভ আদিত্য, ইপা বড়ুয়া, সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ শাখার সম্পাদক সুদীশ দাশ রিংকু।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, পরম যুব সংঘের সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সমীরন সরকার, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের গনসংযোগ সম্পাদক ঝলক দেবরায় প্রমুখ।
এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অনতিবিলম্বে দেশের সংখ্যালঘু তথা হিন্দুদের রক্ষায় সরকারে কঠোর মুখী কর্মসূচি,মিথ্যা গুজব ছড়ানোর কুচক্রি মহলকে আইনের আওতায় এনে কঠোর তম শাস্তির বিধানসহ হিন্দুদের রক্ষায় সংখ্যালঘু সুরক্ষা আইনের বাস্তবায়ন,এবং সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবী জানান