এক হিন্দু তরুণীকে অপহরণ করে পশ্চিমবঙ্গে নিয়ে আসার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করলো ওড়িশার পুলিশ। ওই যুবকের নাম সাবির আলী। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। সাবির আলী গঞ্জাম জেলার একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকেই সে ওই হিন্দু তরুণীকে অপহরণ করে মুর্শিদাবাদে নিয়ে আসছিল। গত ৩১শে অক্টোবর বজরং দল সদস্যদের সহযোগিতায় পুরী-হাওড়া ট্রেন থেকে ওই হিন্দু তরুণীকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি গঞ্জাম জেলায়। তাঁর পরিবারের অভিযোগ, সাবির আলী ওই তরুণীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে এবং দুবাইতে পাচার করে দেওয়ার ছক কষছে। তাঁরা এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করলেও সাবির এবং ঐ হিন্দু তরুণীর কোনো খোঁজ পাচ্ছিল না পুলিশ। তারপরেই বজরং দলের সদস্যরা সক্রিয় হয়। তাদের সক্রিয়তায় জয়পুর রোড রেলওয়ে স্টেশনে সাবির আলীকে আটক করে। দেখা যায়, হিন্দু মেয়েটিকে যাতে কেউ চিনতে না পারে, সেজন্য মেয়েটিকে বোরখা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাছাড়া, তদন্তকারীরা জানতে পেরেছেন যে সাবির আলী লক ডাউনের সময় বাড়ি ফিরছিলেন। পরে আবার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই হিন্দু তরুণীকে অপহরণ করে মুর্শিদাবাদে নিয়ে আসছিলেন। কিন্তু তাঁর আগেই পুলিশ এবং বজরং দলের সদস্যদের সক্রিয়তায় তাঁর সে পরিকল্পনা ব্যর্থ হয়।