মুসলিমদের দেশের মুলস্রোতে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে চীনে। খবর অনুযায়ী, চীনের কমিউনিস্ট সরকার সে দেশের ইনচুয়ান প্রদেশের সবচেয়ে বড় মসজিদের মিনার এবং গম্বুজ ভেঙে দিয়েছে। তাঁর বদলে চীনের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে বানানো হয়েছে মসজিদটিকে। পাশাপাশি, মসজিদের ঢোকার প্রবেশ পথকে নতুন করে বানানো হয়েছে। মসজিদের ওপরে লেখা আরবি শব্দ তুলে দেওয়া রয়েছে। তার বদলে মসজিদের প্রবেশ পথে চীনের ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম। ঘটনা চীনের ইনচুয়ান প্রদেশের নানগুয়াং মসজিদের। চীন সরকারের বক্তব্য, মুসলিমদের দেশের সংস্কৃতির মুলস্রোতে ফেরাতেই তাদের এই উদ্যোগ।
চীন দীর্ঘদিন ধরেই সেদেশে বসবাসকারী মুসলিমদের সংস্কৃতির মুলস্রোতে ফেরাতে চাইছে। ফলে সেই কাজে মুসলিমদের দাঁড়ি রাখা, আরবি ভাষার ব্যবহার এবং মুসলিম মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করেছে চীনের কমিউনিস্ট সরকার। নিষিদ্ধ হয়েছে মসজিদে মাইকের ব্যবহার। এছাড়াও, একাধিক মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। মুসলিম সংগঠনগুলির মতে, চীন সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর নাম করে আসলে মুসলিমদের ধর্মীয় অধিকার ছিনিয়ে নিচ্ছে। এমনকি চীনের বিরুদ্ধে অভিযোগ, মুসলিমদের জোর করে বন্দি শিবিরে রাখা হচ্ছে। কিন্তু এত কিছু সত্বেও মুসলিমদের ঠিকাদার পাকিস্তান এর বিরুদ্ধে টুঁ শব্দটিও করেনি। এর আগে মসজিদ ভেঙে শৌচাগার বানানোর ঘটনা সামনে এসেছিল। তারপরে এবার নানগুয়াং মসজিদের গম্বুজ ও মিনার ভেঙে দিলো চীনের কমিউনিস্ট সরকার।