বেঙ্গালুরুর হিন্দু-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সম্পত রাজ পালালেন হাসপাতাল থেকে। করোনা আক্রান্ত হওয়ার তাঁর চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর এক হাসপাতালে। কিন্তু সুস্থ হওয়ার পরই পুলিশকে না জানিয়েই তাকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর তারপরেই ওই কংগ্রেস নেতার কোনও খোঁজ পাচ্ছে না পুলিশ। আইনের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে আছেন ওই কংগ্রেস নেতা, অনুমান পুলিশের।
এই ঘটনায় ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছেন কমিশনার বেনুগোপাল। ইতিমধ্যেই ওই হাসপাতাল কতৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং জানতে চাওয়া হয়েছে যে, কেন পুলিশকে না জানিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। তাছাড়া, ওই কংগ্রেস নেতাকে খুঁজে বের করতে একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই কংগ্রেস নেতার কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত, ১১ই আগস্ট বেঙ্গালুরু শহরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে হিন্দু বিরোধী দাঙ্গা। ওই দাঙ্গায় ইসলামিক মৌলবাদী সংগঠন এবং কংগ্রেসের একাধিক মুসলিম নেতা সক্রিয় ভূমিকা পালন করেন। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইলও করা হয়েছে। সেই চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস নেতা রাজের এবং এও উল্লেখ করা হয়েছে যে ইসলামিক মৌলবাদীদের সঙ্গে মিলিতভাবে রাজ ষড়যন্ত্র করেছিলেন, যাতে শহরে অস্থিরতা ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। এছাড়াও, দাঙ্গায় অন্যতম অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে জড়িত ছিলেন কংগ্রেস নেতা সম্পত রাজ।