বাংলাদেশের পর এবার দুর্গা মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে। গতকাল অষ্টমীর দিন সিন্ধু প্রদেশের নাগরপারকের এলাকার মায়ো গ্রামের ওই দুর্গা মন্দিরে হামলা চালায় একদল মৌলবাদী মুসলিম ব্যক্তি। তাঁরা দেবীর মূর্তির মাথা ভেঙে ফেলে দেয়। পাশাপাশি দেবীর বাহন সিংহের মাথাও ভেঙে ফেলে। এছাড়াও, মন্দিরের ভিতরে থাকা পূজার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে। তারপর এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় কিছুই করতে পারেননি তাঁরা। প্রসঙ্গত, সিন্ধু প্রদেশের ওই মন্দিরের দেবী মাতা হিংলাজ নামে পূজিত হন।
প্রসঙ্গত, পাকিস্তানে হিন্দু মন্দিরে ইসলামিক কট্টরপন্থীদের হামলার ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই সিন্ধু প্রদেশরেই রাম পীর মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করা হয়েছিল। তাঁর পর করাচী শহরের একটি মন্দির ভেঙে দিয়েছিল ইসলামিক মৌলবাদীরা। তারপরেও এই ঘটনা। তবে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি সেদেশের সরকার। আন্তর্জাতিক মহলের চাপের মুখেও সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি ইমরান খানের সরকার। এমতবস্থায়, পাকিস্তান হিন্দু শূন্য হওয়া শুধু সময়ের অপেক্ষা।