গত ৫ই আগস্ট শুভ ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় শুরু হয়েছে শ্রী রাম মন্দিরের নির্মাণ কাজ। আর তারপরেই সারা দেশের সাধারণ হিন্দু জনতার মধ্যে অভূতপূর্ব উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সাধারণ হিন্দু জনতা উৎসাহের সঙ্গে শ্রী রাম মন্দিরের নির্মাণ কল্পে অর্থ দান করেছেন। এবার সেই উন্মাদনা ছুঁয়ে গেল দিল্লীর প্যাসিফিক মলে। ওই শপিং মলের ভিতরে বসানো হলো শ্রী রাম মন্দিরের রেপ্লিকা। শপিং মল কতৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেছেন মলে আসা ক্রেতারা।
সাধারণত, শপিং মলগুলিতে ক্রিসমাস ট্রি দেখা যায়। ক্রিসমাসের সময় আলো দিয়ে সাজাতে দেখা গিয়েছে বহুবার। কিন্তু হিন্দু সম্প্রদায়কে খুশি করতে শ্রী রাম মন্দিরের রেপ্লিকা বসানোর ঘটনা এই প্রথম। জানা গিয়েছে, শ্রী রাম মন্দিরের রেপ্লিকাটি বসাতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ দিন। ৮০ জন বিশেষজ্ঞ এই কাজে নিযুক্ত ছিলেন। প্যাসিফিক মলের ম্যানেজার ললিত রাঠোর সংবাদসংস্থা ANI-কে বলেন, “ সামনেই দীপাবলী। তাঁর আগে মানুষের মধ্যে শুভ চিন্তাভাবনার সঞ্চার করতে আমাদের এই উদ্যোগ”। আর শপিং মলের এই উদ্যোগে খুশি হিন্দু ক্রেতারা।