হিন্দু বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা। কিন্তু বাংলাদেশের হিন্দুরা দুর্গা পূজার আনন্দ থেকে বঞ্চিত থেকে এসেছেন বরাবর। কারণ দুর্গা পূজায় মাত্র ১ দিনের সরকারি ছুটি থাকে। সে কারণে সে দেশের হিন্দুরা পূজার আনন্দ থেকে বঞ্চিত থাকেন। এবার দুর্গা পূজার ৩ দিন ছুটির দাবিতে সরব হলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তাদের দাবি, দুর্গা পূজা যেখানে ৫ দিনের, সেখানে মাত্র ১ দিনের ছুটি দেওয়া নিরর্থক। তাই ৩ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বহুদিন থেকেই সেদেশের হিন্দুদের ধর্মীয় অধিকার আদায়ে সোচ্চার। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সরকার বরাবরই হিন্দুদের ধর্মীয় আবেগ ও দাবি-দাওয়াকে অস্বীকার করে এসেছে। এবার দাবি আদায়ে সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি প্রদান করলো। এই স্মারকলিপি সোনারগাঁও উপজেলার আধিকারিকের মাধ্যমে পাঠানো হয়েছে। দাবির সপক্ষে বাংলাদেশের সংবিধানের কথাও মনে করিয়ে দিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের কার্যকর্তারা। এখন দেখা যাক হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের সম্মান জানিয়ে শেখ হাসিনা কি সিদ্ধান্তই নেন।