বাঙ্গালীর প্রধান উৎসব দুর্গা পূজার আর বেশি বাকি নেই। এমতবস্থায় রাজ্যের জেলায় জেলায় স্বাস্থ্যবিধি মাথায় রেখে চলছে দুর্গা পূজার মণ্ডপ তৈরির কাজ। অবশ্য কলকাতার বেশিরভাগ পূজা কমিটির মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ শেষ এবং বাকিগুলিও শেষের পথে। যদি পূজা কিছুদিন বাকি রয়েছে, তবুও কয়েকদিন যাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরের মত এবছরও কলকাতার কয়েকটি পূজার উদ্বোধন করলেন।
কলকাতার বড়ো পূজাগুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সংঘের পূজা। এই সেই পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজার শুভ উদ্বোধন করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনাও করেন তিনি। এছাড়াও, নবান্ন সভাঘর থেকে জেলার একাধিক দুর্গা পূজার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি মণ্ডপেই মমতা ব্যানার্জিকে দেখার জন্য জনতার ভিড় উপচে পড়েছিল।