লাভ জিহাদের প্রভাব যে কতটা ভয়ঙ্কর, তাঁর প্রমান এলো উত্তর প্রদেশের একটি ঘটনা থেকে। লাভ জিহাদের শিকার হয়ে ইসলামে ধর্মান্তরিত এক তরুণী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন।
প্রেমের মোহে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে মুসলিম প্রেমিককে বিয়ে করেছিলেন এক হিন্দু তরুণী। কিন্তু অত্যাচারের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই হিন্দু তরুণী। ঘটনা উত্তর প্রদেশের লখনৌ শহরের। আজ দুপুরে বিধানসভার গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। ওই তরুণীর নাম অঞ্জনা তিওয়ারি। ওই মহিলার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন। অনুমান, অত্যাচারের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী। পুরো ঘটনার তদন্ত করছে পুলিস।
জানা গিয়েছে, আজ দুপরে বিধানসভা গেটের সামনে এক তরুণী এসে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। উপস্থিত পুলিস কর্মীদের দিকে চিৎকার করে ন্যায়বিচার চাইতে থাকেন। তারপর অঝোরে কাঁদতেও থাকেন। এসবের মাঝে হঠাৎই ওই তরুণী নিজের সালোয়ার কামিজে আগুন ধরিয়ে দেন। দাউ দাউ আগুন জ্বলতে থাকেন। আশেপাশের পুলিশকর্মীরা ছুটে এসে কোনোরকমে আগুন নিভিয়ে দেন। ততক্ষনে মেয়েটির শরীরের হাত, পাসহ অন্যান্য অংশের অনেকটাই পুড়ে গিয়েছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিস। জানা গিয়েছে, ওই তরুণীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।