নিজের রাজ্যে এক হিন্দু পুরোহিতকে পুড়িয়ে মারা নিয়ে দুঃখজনক মন্তব্য করলেন রাজস্থানের কংগ্রেস নেতা তথা মন্ত্রী অশোক চন্দনা। তাঁর কথায়, পুরোহিত হত্যার ঘটনা হাথরাসের মতো বড়ো ঘটনা নয়। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের মতে, এই মন্তব্যের দ্বারাই কংগ্রেস তাদের হিন্দু বিরোধী মনোভাব স্পষ্ট করলো। রিপাবলিক টিভির এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমন।মন্তব্য করেন ওই মন্ত্রী।
রাজস্থানের কারাউলি এলাকার এক গ্রামে এক মন্দিরের পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে জমি মাফিয়ারা। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার ব্যর্থ রাজস্থানের পুলিস। আর তা ঘিরেই সারা দেশে সমালোচনার শিকার রাজস্থানের কংগ্রেস সরকার। কিন্তু এক সাংবাদিক যখন সে রাজ্যের কংগ্রেস নেতা তথা মন্ত্রী অশোক চন্দনাকে প্রশ্ন করেন যে, হাথরাসের ঘটনায় একাধিক কংগ্রেস নেতা ছুটে গেলেও কেন মৃত পুরোহিতের পরিবারের সঙ্গে কেন কোনো কংগ্রেস নেতা দেখা করতে গেলেন না। তাঁর উত্তরে ওই কংগ্রেস নেতার বক্তব্য যে, এটি হাথরাসের মতো এত বড় ঘটনা নয়। তাই কোনো নেতা ওই পুরোহিতের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি। সেই ভিডিও দেখার পর ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের কথায়, হিন্দুর ভোটের মূল্য থাকলেও, হিন্দুর প্রানের মূল্য নেই কংগ্রেসের কাছে। অনেকে আবার একধাপ এগিয়ে মন্তব্য করেছেন যে, এই মন্তব্যের দ্বারা কংগ্রেসের হিন্দু বিরোধী মানসিকতা ফুটে উঠেছে। তবে সরকারের এক মন্ত্রীর মন্তব্য যদি এমন হয়, তাহলে পুরোহিতের পরিবার আদপে সুবিচার পাবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।