ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এক হিন্দু নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হলো এক স্কুল শিক্ষককে। গ্রেপ্তার হওয়া ওই স্কুল শিক্ষকের নাম মইনুর ইসলাম। ঘটনা আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদণ্ডা গ্রামের। গত শুক্রবার এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, গত শুক্রবার বছর এগারোর ওই নাবালিকা মেয়েটি বাড়িতে একা ছিল। সেই সুযোগে বাড়িতে ঢোকে মইনুর। তারপর জোর করে ধর্ষণ করে ওই নাবালিকাকে। নাবালিকার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ঐ স্কুল শিক্ষককে ধরে ফেলে। পরে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে ওই শিক্ষককে ধরে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন যে এর আগে মইনুর যখন চাপড়া স্কুলের শিক্ষক ছিলেন, তখন একাধিক ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। কিন্তু তখন হাতেনাতে ধরা না পড়ায় বেঁচে যান তিনি। কিন্তু এই ঘটনার পর ক্ষুব্ধরা স্থানীয় মানুষজন তাঁর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।