সংখ্যালঘু তোষণের নতুন নমুনা দেখা গেল তেলেঙ্গানায়। ঘোষণা অনুযায়ী, রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সিভিল সার্ভিসের কোচিং দেবে সরকার। রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর পুরো বিষয়টি দেখভাল করবে। পাশাপাশি ওই ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সেক্রেটারি একে খান এই কথা জানিয়েছেন।
জানা গিয়েছে, সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের কোচিং-এ ভর্তির জন্য এক বিশেষ প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে। তারপর পাস করা ছাত্র-ছাত্রীদের রাজ্যের বিখ্যাত কোচিং সেন্টারে ভর্তির ব্যবস্থা করবে সংখ্যালঘু দপ্তর। তাদের সমস্ত খরচ বহন করবে সরকার। পাশাপাশি তাদের দেওয়া হবে মাসিক বৃত্তিও। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি যাতে সিভিল সার্ভিসে যোগ দিতে পারে তার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তবে এক্ষেত্রে একটি শর্ত আরোপ করেছে সংখ্যালঘু দপ্তর। যে সংখ্যালঘু পরিবারের বার্ষিক আয় দুই লাখের কম, কেবলমাত্র সেই পরিবারের সন্তান এই সুযোগ পাবেন। তবে রাজ্যের দরিদ্র হিন্দু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এমন কোনো প্রকল্পের ঘোষণা এখনো পর্যন্ত করেনি সরকার।