রাজস্থানের কারাউলি এলাকার মন্দিরের পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, মন্দিরের জমি দখলের বিরোধিতা করেছিলেন পুরোহিত বাবুলাল বৈষ্ণব। আর সেই আক্রোশেই জমি মাফিয়ারা জীবন্ত জ্বালিয়ে দেয় ওই পুরোহিতকে।
জানা গিয়েছে, বোকনা গ্রামের শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত ছিলেন বাবুলাল বৈষ্ণব(৫০)। ওই মন্দিরের ১৫ বিঘা জমি আছে। সেই জমির দেখভাল করতেন তিনি। পাশাপাশি ওই জমিতে চাষবাস করে সংসার ও মন্দিরের খরচ চলতো তাঁর। বহু বছর এইভাবেই চলে আসছিল। আর তা নিয়ে গ্রামবাসীরাও কোনোদিন আপত্তি তোলেননি। কিন্তু বেশ কিছুদিন ধরে স্থানীয় একদল জমি মাফিয়ার নজর ছিল ওই মন্দিরের জমির উপর। তাঁরা একাধিকবার দখল করার চেষ্টাও করে। কিন্তু প্রতিবার ওই পুরোহিতের কাছে বাধা পেয়ে ফিরে যেতে হয় তাদের। এমনকি একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল ওই পুরোহিতকে। কিন্তু তাতেও না দমে মন্দিরের জমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আর তাঁর মূল্য দিতে হলো প্রানের বিনিময়ে। সেই আক্রোশ থেকে পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় ওই পুরোহিতকে। তবে ঘটনা গত ৮ তারিখের হলেও এখনও পর্যন্ত ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিস। আর এতে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।