আবারও এক মন্দিরে হামলার ঘটনা ঘটলো বাংলাদেশে। এবার গোপালগঞ্জের এক মন্দিরে আগুন দিলো দুষ্কৃতীরা। সেই আগুনে মন্দিরের ভিতরে থাকা পূজার উপাচার, পূজার কাজে ব্যবহৃত কাপড় পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা গতকাল ৯ই অক্টোবর, শুক্রবার রাতে গোপালগঞ্জের বোড়াশি উত্তরপাড়ায় অবস্থিত হরিচাঁদ মন্দিরে এই ঘটনা ঘটে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মানুষজন।
জানা গিয়েছে, ওই এলাকায় মতুয়াদের মন্দিরটি বরাবরই স্থানীয়দের কাছে জনপ্রিয়। মন্দিরটি বাইরে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে দুষ্কৃতীরা বাইরে থেকে আগুন ছুড়ে দেয় বলে অনুমান স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে স্থানীয় গোপালগঞ্জ সদর থানার পুলিস আধিকারিক মনিরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন স্থানীয় হিন্দুদের। পাশাপাশি, পূজা উদযাপন পরিষদের নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা নিত্যদিনের। প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে। অতীতের বেশ কিছু ঘটনা পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, বেশিরভাগ ঘটনা শুক্রবারই ঘটে থাকে।