এক বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে ৬ আল কায়দা জিহাদিকে গ্রেপ্তার করলো ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ছক কষছিলো। আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে NIA।
ওই ৬ জিহাদি জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন ধরেই নাশকতার পরিকল্পনা করছিল। পাশাপাশি বাড়িতে বসেই দেশ বিদেশের একাধিক জিহাদি নেতার সঙ্গে যোগাযোগ রাখছিল। গ্রেপ্তার হওয়া ৬ জন হলেন- নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মন্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান। পাশাপাশি NIA অভিযানে কেরালা থেকেও গ্রেপ্তার করা হয়েছে ৩ আল কায়দা জিহাদিকে।
If you love our work, you can support us by donating a small amount from ₹10 to ₹1000. Thank you.