অপহৃতা হওয়ার এক মাস পরেও উদ্ধার হয়নি মুন্সীগঞ্জের হিন্দু নাবালিকা। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেও বিষয়টি নিয়ে হেলদোল নেই পুলিস-প্রশাসনের। অগত্যা নাবালিকার অসহায় পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন পুলিস-প্রশাসনের দপ্তরে।

অপহৃতা হিন্দু নাবালিকার নাম শ্রাবন্তী দত্ত। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার অন্তর্গত পশ্চিম পাড়া গ্রামে। সে স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত ৮ই আগস্ট বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় ওই হিন্দু নাবালিকাকে। সিরাজদিখান থানায় অপহরণের মামলা দায়ের হয় ১২ এ আগস্ট তারিখে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুলিস উদ্ধার করতে পারেনি ওই হিন্দু নাবালিকাকে। এমনকি অপহরণে অভিযুক্ত মুসলিম যুবক জনি দেওয়ানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিস। এমতবস্থায় পরিবারের পিতামাতা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দ্বারস্থ হয়েছেন।
If you love our work, you can support us by donating a small amount from ₹10 to ₹1000. Thank you.