
মহারাষ্ট্রের পালঘরে হিন্দু সাধুদের পিটিয়ে হত্যা করার ঘটনার পর সারা দেশের বিভিন্ন প্রান্তে সাধু ও পুরোহিতদের হত্যা করার একের পর এক ঘটনা সামনে আছে। এবার ঘটনা কর্ণাটকের মাণ্ড্য শহরের। নৃশংসভাবে খুন হলেন মন্দিরের তিন পুরোহিত।
জানা গিয়েছে, মাণ্ড্য শহরের অতি পরিচিত মন্দির শ্রী অর্কেস্বর মন্দির। মন্দিরের ভিতরেই তিন পুরোহিত থাকতেন এবং মন্দিরের পূজার্চনা করতেন। প্রতিদিন রাতেই তাঁরা মন্দিরের প্রধান দরজা করে ঘুমিয়ে পড়তেন। কিন্তু গতকাল সকালে স্থানীয় কিছু মানুষ দেখেন যে মন্দিরের প্রধান দরজা খোলা। সন্দেহ হওয়ায় তাঁরা ভিতরে গিয়ে দেখেন ওই তিন পুরোহিতের মৃতদেহ পড়ে রয়েছে। খবর যায় পুলিসে।
জানা গিয়েছে, ওই পুরোহিতদের নৃশংসভাবে খুন করা হয়েছে। কোনো ভারী বস্তু দিয়ে তাদের মুখ ও মাথা থেতলে খুন করেছে দুষ্কৃতীরা। মন্দিরের তিনটি দানবাক্স ভেঙে বাইরে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। পাশাপাশি ওই তিন পুরোহিতের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।