ইসলামিক স্টেট-এর খোরাসান মডিউলের সঙ্গে যুক্ত থাকার কারণে ৫ ভারতীয় মুসলিমের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো NIA(জাতীয় তদন্তকারী সংস্থা)। ওই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দুই সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং দেশে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
ওই পাঁচজনকে বিগত দিনে গ্রেপ্তার করেছিল NIA। তাঁরা হলেন জাহানাজেব সামি(৩৬) ওরফে দাউদ ইব্রাহিম ওরফে আবু মুহাম্মদ আল-হিন্দ। জাহানাজেব শ্রীনগরের বাসিন্দা। অন্যরা হলেন কাশ্মীরের বাসিন্দা হিনা বশির; হায়দরাবাদের বাসিন্দা আব্দুল্লাহ বাসিথ; পুনের বাসিন্দা সাদিয়া আনোয়ার শেখ ও নাবিল সিদ্দিক খাত্রী। এরা সকলেই দেশের বিরুদ্ধে জিহাদ করার লক্ষ্যে ইসলামিক স্টেটের খোরাসান মডিউলে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, এরা রীতিমত সিরিয়ার জিহাদিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো। এরা ভারতের মুসলিমদের উত্তেজিত করতে নানা রকম প্রচার চালাতো। এমনকি ‛Voice of Hind’ নামে এক সাম্প্রদায়িক উস্কানিমূলক পত্রিকা বের করেছিল এদের মধ্যে জাহানাজেব এবং বাসিথ।