সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে মুসলিম জনতা হামলা ও ভাঙচুর চালালো মধ্য প্রদেশের অনুপপুরে। উত্তেজিত জনতা শহরের সব্জি মণ্ডি এলাকায় যথেচ্ছ ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। ঘটনা গতকাল ২৭ শে আগস্ট বৃহস্পতিবারের।
জানা গিয়েছে, গত বুধবার ২৬শে আগস্ট সব্জি মণ্ডি এলাকার এক যুবক ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিসে অভিযোগ জানানোর পরিবর্তে আইন হাতে তুলে নেয় মুসলিম জনতার একাংশ। তাঁরা রাত ৯টা নাগাদ শহরের সব্জি মণ্ডি এলাকায় হামলা চালায়। একাধিক ঘরবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভেঙে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিসকে। সেদিনের মতো পরিস্থিতি শান্ত হলেও নতুন করে গন্ডগোল শুরু হয় পরেরদিন সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে। আবার একদল যুবক রাস্তায় নেমে আসে। একইভাবে ভাঙচুর চালায় বেশ কয়েকটি বাড়িতে। তাদেরকে হঠাতে পুলিস ব্যাপক লাঠিচার্জ করে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিস বহু হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে পুলিস সুপারের নেতৃত্বে এলাকায় টহল দেয় বিশাল পুলিসবাহিনী।