দিল্লীতে গ্রেপ্তার হওয়া ইসলামিক স্টেট জিহাদি আবু ইউসুফের উত্তর প্রদেশের বাড়িতে তল্লাশি চালিয়ে মানব বোমার জ্যাকেট, প্রচুর বিস্ফোরক এবং বহু জিহাদি পুস্তিকা উদ্ধার করলো দিল্লী পুলিসের বিশেষ টিম। পাশাপাশি আবু ইউসুফ, তাঁর স্ত্রী ও তাদের চার সন্তানের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিস। এই তল্লাশি অভিযানে দিল্লী পুলিসের সঙ্গী ছিল উত্তর প্রদেশ পুলিসের এটিএস। তল্লাশির পর আবু ইউসুফকে আবার দিল্লী নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ সংস্থা ANI-এর দেওয়া খবর অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ দিল্লী পুলিসের স্পেশাল সেলের একটি টিম এবং উত্তর প্রদেশ এটিএস-এর একটি টিম বলরামপুরে আবু ইউসুফের বাড়িতে হাজির হয়। সেখানে তল্লাশি চালানোর পরে বেশ কিছু জিহাদি পুস্তিকা, দুটি মানব বোমার জ্যাকেট ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকও করা হয়। মানব বোমা জ্যাকেট সাধারণত আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়। তাছাড়া, অন্যদের জিহাদি ভাবধারায় উদ্বুদ্ধ করতে জিহাদি পুস্তিকাগুলি ছাপানো হয়েছিল।
প্রসঙ্গত, দিল্লীতে একাধিক IED বোমাসহ গ্রেপ্তার হয়েছিল ইসলামিক স্টেট জঙ্গি আবু ইউসুফ ওরফে মুস্তাকিম। তাঁর লক্ষ্য ছিল দিল্লীর বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ঘটানো। সেই উদ্দেশ্যেই সে দিল্লীতে এসেছিল। কিন্তু তাঁর আগেই দিল্লী পুলিসের স্পেশাল সেলের হাতে গ্রেপ্তার হয় সে।