গতকাল ছিল স্বাধীনতা দিবস। সেই দিনটিতে সারা ভারতের মানুষ শ্রদ্ধা ও ভক্তি সহকারে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। কিন্তু এই দিনটিতে আজব কান্ড ঘটলো ত্রিপুরার একটি খ্রিস্টান চার্চ। তাঁরা জাতীয় পতাকার ওপরে স্থান দিলো খ্রিস্টান চার্চকে। যা ঘিরে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। অনেকেই ওই খ্রিস্টান চার্চের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
ত্রিপুরার কাশীপুর একটি ছোট শহর। ওই শহরের খ্রিস্টানদের একটি চার্চ রয়েছে। গতকাল স্বাধীনতা দিবসের দিন চার্চের সামনে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু জাতীয় পতাকা যে বাঁশের ওপরে লাগানো হয়েছিল, দেখা যায় যে, তার মাথায় একটি ‛ক্রস’ রয়েছে। তা সত্বেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। অনেকেই এটিকে জাতীয় পতাকার অবমাননা হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, ধর্মীয় চিহ্ন কি জাতীয় পতাকার থেকে সম্মানে বড়ো? ফলে অনেকেই চার্চের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তবে এ প্রসঙ্গে চার্চের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।