ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু মহিলাদের অপহরণ ও জোর করে ইসলামে ধর্মান্তরণের ঘটনা অব্যাহত। এবার সিন্ধু প্রদেশের এক বিবাহিত হিন্দু মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মুসলিম দুষ্কৃতীরা। তারপর জোর করে ইসলামে ধর্মান্তরণের পর ওই হিন্দু মহিলাকে বিয়ে দেওয়া হয়েছে তাঁরই অপহরণকারীর সাথে। ঘটনা সিন্ধু প্রদেশের বাদিন জেলার রাজামারী গ্রামের।
জানা গিয়েছে, ওই বিবাহিতা হিন্দু মহিলার নাম কবিতা কোহলি। গত ৬ই আগস্ট, বৃহস্পতিবার বাড়ি থেকে ওই মহিলাকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। তাঁর বাড়ির লোক বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। পরে অপহরণকারীরা ওই বিবাহিতা হিন্দু মহিলাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করে এবং একজন অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। ওই বিবাহিতা হিন্দু মহিলার পরিবারের সদস্যরা জানিয়েছে যে, তাঁরা পাংরিও থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিস তাদের সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থাই নেয়নি।