সুপ্রিম কোর্টের রায়ের পরই অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণ হতে চলেছে। কিন্তু তারপরেও দেশের একাধিক মুসলিম নেতা শ্রী রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে উষ্কানীমূলক মন্তব্য করে চলেছেন। আসাদুদ্দিন ওয়েসীর পর এবার চরম সাম্প্রদায়িক মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদী। তাঁর মন্তব্য, শ্রী রাম মন্দির ভেঙে আবার মসজিদ বানানো হবে। এ প্রসঙ্গে তিনি তুরস্কের হইয়া সোফিয়া মসজিদের উদাহরণ দেন। এক ভিডিও বার্তায় এমনই মন্তব্য করেন তিনি।
ভিডিওতে তিনি বলেন যে, মুসলিমরা একদিন ক্ষমতায় আসবে আর তখনই ওখানে মন্দির ভেঙে মসজিদ বানানো হবে। পাশাপাশি তিনি এও মন্তব্য করেন যে, কোর্টকে বাধ্য করা হয়েছে শ্রী রাম মন্দিরের পক্ষে রায় দিতে। আর তাঁর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, তাঁর এই বক্তব্য আদালত অবমাননার সামিল। কারণ শ্রী রাম মন্দিরের নির্মাণ কাজের শুভারম্ভ হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পরেই। ফলে ইতিমধ্যে ওই মৌলানার বিরুদ্ধে দিল্লীতে FIR দায়ের হয়েছে। FIR দায়ের করেছেন দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাজ্ঞা।