গরু চোরেদের উপদ্রব বেড়েছে করিমগঞ্জের নিলামবাজারের গ্রামগুলিতে। বিগত মাস থেকে ওই এলাকায় গরু চোরদের উপদ্রবে অতিষ্ঠ হয়েছেন একাধিক গ্রামের বাসিন্দারা। প্রায় প্রতিদিনই একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে পুলিসের কাছে গেলেও, কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, নিলামজার এলাকার ব্রাহ্মণ শাসন গ্রামে সব থেকে বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রায় প্রতিদিনই রাতে হিন্দুদের গোয়ালের গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চোরেদের কুনজর থেকে বাদ যায়নি আশেপাশের গ্রামগুলিও। প্রায় সব গ্রামের বাসিন্দারা তাদের গরু চুরি হওয়ার অভিযোগ জানিয়েছেন। তাদের আরও অভিযোগ, বেশ কয়েকবার পুলিসের কাছে গেলেও চোরদের ধরতে কোনো রকম ব্যবস্থা নেয়নি তাঁরা। এমতবস্থায় গরু রক্ষায় পালা করে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা।