অযোধ্যায় শ্রী রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানকে উদযাপন করতে বিশেষ পূজার আয়োজন করেছিল বজরং দল। আর সেই পূজায় হামলা চালায় একদল মুসলিম দুষ্কৃতী। সেই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তাল আসামের শোণিতপুরের কিছু এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশাল পুলিসবাহিনী মোতায়েনের পাশাপাশি ঠেলামরা ও ঢেকিয়াজুলি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
জানা গিয়েছে, গতকাল ভূমি পূজন অনুষ্ঠানকে উদযাপন করতে বজরং দলের কর্মীরা একটি বাইক মিছিলের আয়োজন করে। কিন্তু বজরং দলের কর্মীদের কথা অনুযায়ী, তাদের বাইক মিছিলে লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল মুসলিম দুষ্কৃতী। ওই দুষ্কৃতীদের হামলায় ১২জন বজরং দলের কর্মী আহত হন এবং কয়েকটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। তারপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে দলবদ্ধভাবে হিন্দুরা প্রতিরোধ করলে হিন্দু-মুসলিম সংঘর্ষ শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় কারফিউ জারি করা হয়েছে এলাকায়।