হ্যাকিং-এর শিকার হলো পাকিস্তানের প্রথম শ্রেণীর নিউজ চ্যানেল ডন(Dawn)। তারপর চ্যানেলের পর্দায় ভেসে ওঠে ভারতীয় জাতীয় পতাকা। শুধু তাই নয়, সঙ্গে ভেসে ওঠে একটি বার্তা- ‛Happy Independence Day’। আর এই ঘটনা ঘিরে তোলপাড় পাকিস্তানে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চ্যানেল কতৃপক্ষ। তাদের অনুমান, ভারতীয় হ্যাকাররা এই কান্ড ঘটিয়েছে।
গতকাল বিকেলে ৩টা বেজে ৩০ মিনিট নাগাদ নিয়মমাফিক সংবাদ সম্প্রচার চলছিল চ্যানেলটিতে। সংবাদ পরিবেশনের মাঝে বিজ্ঞাপন বিরতি চলছিল। কিন্তু হঠাৎই বিজ্ঞাপনের মাঝে টিভির পর্দায় ভেসে ওঠে ভারতের তিরঙা জাতীয় পতাকা। সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে- ‛Happy Independence Day’। যা দেখার পর নড়েচড়ে বসে চ্যানেল কতৃপক্ষ। কিভাবে এই ঘটনা ঘটলো,খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে চ্যানেল কতৃপক্ষ।
তবে মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের সেনাবাহিনীর অনেক পদস্থ কর্তা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান। পাশাপাশি অনেক ভারতীয় সোস্যাল মিডিয়ায় পাকিস্তানকে কটাক্ষ করতে ছাড়েননি। জনৈক ভারতীয় মন্তব্য করেন, ‛নিজেদের নিউজ চ্যানেল রক্ষা করতে পারছে, তাদের নাকি আবার কাশ্মীর চাই’।
প্রসঙ্গত, পাকিস্তানে ভারতের হ্যাকার হানা এই প্রথম নয়। গত মাসে পাক অধিকৃত কাশ্মীরের সরকারি ওয়েবসাইট হ্যাকিং-এর কবলে পড়ে। সেখানে লেখা ভেসে ওঠে যে, পাকিস্তানের অত্যাচারের থেকে মুক্তি চাই আমরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হ্যাকিং-এর শিকার হলো পাকিস্তানের প্রথম শ্রেণীর নিউজ চ্যানেল ‛ডন’।