দিল্লীর হিন্দু বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে JNU-এর ছাত্র নেতা উমর খালিদের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই FIR দায়ের করেছিল দিল্লী পুলিস। এবার সেই মামলায় গতকাল তাকে জেরা করলো তদন্তকারী দল। প্রায় কয়েক ঘন্টা তাকে জেরা করেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, ওই ছাত্র নেতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দাঙ্গায় অন্যান্য ষড়যন্ত্রকারী তাহির হুসেন ও খালিদ সাইফির সঙ্গে যোগসূত্রের দিকটি খতিয়ে দেখতেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিস। তাছাড়া, দাঙ্গার পূর্বে সাম্প্রদায়িক উষ্কানীমূলক ভাষণ দেওয়ারও অভিযোগ রয়েছে উমর খালিদের বিরুদ্ধে।
গত ফেব্রুয়ারিতে দিল্লীতে ভয়ংকর হিন্দু বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দাঙ্গায় বহু হিন্দুর মৃত্যুর পাশাপাশি দাঙ্গাকারীদের হাতে নৃশংসভাবে খুন হন ইন্টেলিজেন্স অফিসার অঙ্কিত শর্মা ও দিল্লী পুলিসের কনস্টেবল রতন লাল। অঙ্কিত শর্মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় আম আদমি পার্টির নেতা তাহির হুসেন ও তাঁর সহযোগী খালিদ সাইফিকে। এদের ফোন পরীক্ষা করে দেখা যায় যে, দাঙ্গা চলাকালীন উমর খালিদের সঙ্গে ক্রমাগত আলোচনা হয়েছে। তাছাড়া, দাঙ্গার পূর্বে সাম্প্রদায়িক উষ্কানীমূলক ভাষণ দিয়েছেন উমর খালিদ, এমন প্রমাণও হাতে আসে তদন্তকারীদের। তাঁর পরেই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছিল পুলিস। গতকাল সেই মামলায় তাকে জেরা করলেন তদন্তকারী অফিসাররা।