বকরি ঈদের কথা মাথায় রেখে লক ডাউনে ছাড় দেওয়া হোক- এমন দাবি জানালো ত্রিপুরার সিপিআই(এম)। এমনকি রাজ্যে জারি হওয়া বিধিনিষেধ শিথিল করা হোক বকরি ঈদের দিনে। ত্রিপুরার সিপিআই(এম)- এর মুখপত্র ‛দেশের কথা’-য় এমনই উল্লেখ করা হয়েছে।

রাজ্যের বিজেপি সরকারের লক ডাউন আসলে ‛বেপরোয়া’ – এমন মন্তব্য করা হয়েছে দলীয় মুখপত্রে। তাদের দাবি রাজ্যে জারি হওয়া ১৪৪ ধারা তুলে নেওয়া হোক। লেখা হয়েছে- ‛রাজ্যের একাংশ জনগণের ধর্মীয় উৎসবের দিন ১ আগস্টকে লকডাউনের আওতার বাইরে রাখার জন্য দাবি জানিয়েছে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী’। পাশাপাশি তাদের এও দাবি যে ধর্মীয় উৎসব অর্থাৎ ঈদের দিনে লক ডাউন আসলে মহামারীর মোকাবিলার নামে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার চেষ্টা। মুখপত্রে লেখা হয়েছে, ‛করোনা সংক্রমণ মোকাবিলার অজুহাতে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, ভিন্নমত পোষণ ও প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে’।