রাজস্থানের এক মন্দির থেকে চুরি যাওয়া শিবের একটি মূর্তি লন্ডন থেকে দেশে ফেরাচ্ছে সরকার। পাথরের তৈরি ওই মূর্তিটি দুর্লভ, কারণ ওই মূর্তিতে শিবের চতুরা রূপের প্রকাশ পেয়েছে। মূর্তিটি ২০০৫ সালে লন্ডনে উদ্ধার করা হয়েছিল।
জানা গিয়েছে, রাজস্থানের বারোলির ঘাটেস্বর মন্দির থেকে ১৯৯৮ সালে শিবের মূর্তি চুরি যায়। পরে ওই মূর্তিটি ২০০৩ সাল নাগাদ লন্ডনে পাচার করে দেওয়া হয়। এই খবর জানার পরই সক্রিয় হয় ভারত সরকার। তাঁরা মূর্তির বিষয়ে সেদেশের সরকারকে জানায়। পরে ওই মূর্তিটি লন্ডনের একজন সংগ্রহকারী কিনেও নেন। সে খবর পেয়ে লন্ডনের সরকার ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এবং মূর্তিটি ফেরত দিতে অনুরোধ করে। পরে ওই ব্যক্তি মূর্তিটি লন্ডনের ভারতীয় দূতাবাসে জমা দিয়ে যান।
কিন্তু মূর্তিটি অরিজিনাল কিনা, তা খতিয়ে দেখা জরুরি ছিল। ফলে সেই কাজে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের কয়েকজন বিশেষজ্ঞ লন্ডনে পৌঁছে যান এবং মূর্তিটি পরীক্ষা করে দেখেন। তারপরেই আইনি জটিলতায় মূর্তিটির দেশে ফেরা আটকে ছিল। সে সব জটিলতা মিটে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশে ফেরানো হবে শিবের বহুমূল্য মূর্তিটি।