জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী মন্তব্যকারী এবং জামিয়া নগরের হিংসায় অন্যতম অভিযুক্ত সার্জিল ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বর্তমানে সার্জিল ইমাম আসামের জেলে বন্দী। তদন্তের স্বার্থে তাকে দিল্লী আনতে চেয়েছিলেন দিল্লী পুলিসের বিশেষ টিমের সদস্যরা। তখনই তাঁর করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় যে, সে করোনা পজিটিভ। ফলে আপাতত, তদন্ত প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেল।
সার্জিল ইমাম জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং Wire-এর সাংবাদিক। CAA বিরোধীতায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে উষ্কানীমূলক ভাষণ দেন ওই ছাত্র। এছাড়া, জামিয়া নগরের হিংসায় তাঁর মদত ছিল। এক ভাষণে সে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিল।সে ভিডিও ভাইরাল হয়। তারপর তাকে গ্রেপ্তার করে দিল্লী পুলিস। আসামেও তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়। তাঁর বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করে দিল্লী পুলিস। এর আগে সার্জিল ইমাম দিল্লী হাইকোর্টে জামিনের আবেদন করেছিল। কিন্তু কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।