চীনের উইঘুর মুসলিমদের ওপর চরম নির্যাতন চালাচ্ছে কমিউনিস্ট সরকার। মুসলিম মহিলাদের ধরে এনে গর্ভপাত করানো হচ্ছে। এমনই মারাত্বক অভিযোগ তুললেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও। তাঁর বক্তব্য, চীনের মুসলিমদের মানবাধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশগুলির সরব হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। বিগত কয়েকবছর ধরেই উইঘুর মুসলিমদের চীনের মূল সংস্কৃতির পাঠ দেওয়ার কর্মসূচি নিয়েছে চীন। তার অঙ্গ হিসেবে মুসলিমদের ধরে এনে ক্যাম্পে রাখা হয়েছে। মুসলিম পুরুষদের দাঁড়ি কেটে দেওয়া হচ্ছে এবং মহিলাদের বোরখা পরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসব ঘটনার মধ্যে নতুন অভিযোগ যে উইঘুর মুসলিম মহিলাদের গর্ভপাত করানো হচ্ছে এবং ধরে ধরে বন্ধ্যা বানানো হচ্ছে, যা মানবাধিকার হরণের চরম উদাহরণ। এই ঘটনা নিয়ে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা।
তবে এমন অত্যাচার হলেও বিশ্বের ইসলামিক রাষ্ট্রগুলি চীনের বিরুদ্ধে টুঁ শব্দটিও করেনি। এমনকি যেসব সংগঠন ভারতে মুসলিমদের অত্যাচার নিয়ে সরব, তারাও চীনে হওয়া মুসলিমদের ওপর চরম অত্যাচারের প্রতিবাদে একটি শব্দও খরচ করেনি। মানবাধিকার সংগঠন এমনেস্টিও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এমতাবস্থায়, উইঘুর মুসলিমদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া ছাড়া আর গতি নেই।