© শ্রী সূর্য শেখর হালদার
দেবী সরস্বতী, আদি কবি মহর্ষি বাল্মীকি আর বাল্মীকি রামায়ণ এর বাংলা অনুবাদক শ্রী রাজশেখর বসু কে স্বশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বাংলা রামায়ণ !!
🙏🙏🙏
রামায়ণ পর্ব : পাঁচ
কান্ড : বালকাণ্ড
সর্গ : প্রথম
শ্লোক : একত্রিশ – চল্লিশ
💐💐💐
চিত্রকূটমনুপ্রাপ্য ভরদ্বাজস্য শাসনাৎ ৷
রম্যমাবসথং কৃত্বা রমমাণা বনে ত্রয়: ৷৷১.১.৩১৷৷
ভরদ্বাজ মুনির নির্দেশে চিত্রকূটে পৌঁছে তাঁরা একটি রমণীয় পর্ণকুটির নির্মাণ করলেন এবং তিনজনে ( রাম, সীতা, লক্ষণ ) সুখে বনবাস করতে লাগলেন।
💐💐💐
দেবগন্ধর্বসঙ্কাশাস্তত্র তে ন্যবসন্ সুখম্ ৷
চিত্রকূটং গতে রামে পুত্রশোকাতুরস্তথা ৷৷১.১.৩২৷৷
দেব ও গন্ধর্বের ন্যায় তাঁরা সুখে বসবাস করতে লাগলেন। যখন রাম চিত্রকূটের উদ্দেশ্যে গেলেন, পিতা দশরথ পুত্র বিচ্ছেদের ব্যাথায় শোকাতুর হলেন।
💐💐💐
রাজা দশরথস্স্বর্গং জগাম বিলপন্সুতম্ ।
মৃতে তু তস্মিন্ভরতো বশিষ্ঠপ্রমুখৈর্দ্বিজৈ: ৷৷ ১.১.৩৩৷৷
পুত্রশোকে বিলাপরত রাজা দশরথ মৃত্যুপথযাত্রী হলেন, আর বশিষ্ঠ প্রমুখ দ্বিজগণ ভরতকে রাজ্যভার দিলেন।
💐💐💐
নিযুজ্যমানো রাজ্যায় নৈচ্ছদ্রাজ্যং মহাবল:৷
স জগাম বনং বীরো রামপাদপ্রসাদক: ৷৷ ১.১.৩৪।।
রাজকার্যে নিযুক্ত হয়ে মহাবল ভরত রাজ্যশাসন করতে অনিচ্ছুক হলেন। বীর ভরত যিনি ঈর্ষা ও ঘৃণা জয় করেছেন, তিনি বনে গেলেন রামের পদবন্দনা করতে।
💐💐💐
গত্বা তু সুমহাত্মানং রামং সত্যপরাক্রমম্ ৷
অযাচদ্ভ্রাতরং রামমার্যভাবপুরস্কৃত: ৷৷১.১.৩৫৷৷
তিনি (ভরত ) সম্মানীয়, মহাত্মা, সত্যবান ও পরাক্রমী রামের নিকট গেলেন এবং ভ্রাতা রামকে শ্রদ্ধাসহিত বন্দনা করে তাঁর কাছে অনুনয় করলেন ( রাজ্যে ফিরে যাবার জন্য )।
💐💐💐
ত্বমেব রাজা ধর্মজ্ঞ ইতি রামং বচোব্রবীত্ ৷
রামোপি পরমোদারস্সুমুখস্সুমহাযশা: ৷ ১.১.৩৬.
ভরতকে উদ্দেশ্য করে রাম বললেন, তুমি ধর্মজ্ঞ, তুমিই রাজা, যদিও রাম সবাইকে আনন্দ দেন, শরণাগতের প্রতি উদার, শ্রীমুখ সর্বদাই প্রফুল্ল এবং খ্যাতিমান।
💐💐💐
ন চৈচ্ছৎপিতুরাদেশাদ্রাজ্যং রামো মহাবল: ৷৷
পাদুকে চাস্য রাজ্যায় ন্যাসং দত্বা পুন:পুন: ৷ ১.১.৩৭।।
মহাবল রাম পিতার নির্দেশ মেনে রাজ্য নিতে অস্বীকার করলেন। রাজকর্তৃত্বের প্রতীক স্বরূপ তিনি তাঁর পাদুকা দান করে বারংবার বললেন।
💐💐💐
নিবর্তয়ামাস ততো ভরতং ভরতাগ্রজ।
কামমনবাপ্যৈ রামপাদাবুপস্পৃশন ৷৷১.১.৩৮৷৷
ভরতের অগ্রজ (শ্রীরাম ) ভরতকে বোঝালেন রাজধানীতে ফিরে যেতে। তাঁর ( ভরতের ) মনোভিলাষ পূর্ণ না হওয়াতে তিনি রামের পাদুকা শ্রদ্ধার সঙ্গে স্পর্শ করলেন।
💐💐💐
নন্দিগ্রামেকরোদ্রাজ্যং রামাগমনকাঙ্ক্ষয়া ৷
গতে তু ভরতে শ্রীমান্ সত্যসন্ধো জিতেন্দ্রিয়: ৷৷১.১.৩৯৷৷
(ভরত) রামের প্রত্যাগমনের আকাঙ্খা নিয়ে নন্দিগ্রাম থেকে রাজ্যশাসন করতে লাগলেন। ভরত চলে গেলে শ্রীময়, সংকল্পে অটল, জিতেন্দ্রিয় রাম লক্ষ্য করলেন।
💐💐💐
রামস্তু পুনরালক্ষ্য নাগরস্য জনস্য চ ৷
তত্রাগমনমেকাগ্রো দণ্ডকান্প্রবিবেশ হ ৷৷১.১.৪০৷৷
রাম লক্ষ্য করলেন নগরের বাসিন্দা গণ (অযোধ্যাবাসী ) সেখানে আসতে পারেন, তাই দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ( যাতে প্রতিজ্ঞা না ভঙ্গ হয়) তিনি দণ্ডকারণ্যে প্রবেশ করলেন।
💐💐💐
(ক্রমশঃ )