আসামে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ওপর একের পর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে চলেছে। হাইলাকান্দির পর এবার ঘটনা করিমগঞ্জের। করিমগঞ্জের রামকৃষ্ণনগরের চামলা বাজারে অবস্থিত সন্ন্যাসী মন্দিরে রাতের অন্ধকারে হামলা চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁরা মন্দিরের ভিতরে থাকা মূর্তি ভাঙচুর করার পাশাপাশি মন্দিরের দেওয়ালেও ভাঙচুর চালিয়েছে। মূর্তিটি ভাঙচুর করার পর পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। গত ১১ই জুলাই রাতে মন্দিরে এই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে।

মন্দিরে ভাঙচুর করার খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় হিন্দুরা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী আসে। এছাড়াও, একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা মিলিতভাবে বিক্ষোভ যোগ দেয়। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় হিন্দুদের দাবি, বার বার হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটছে। আর প্রতিক্ষেত্রে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটছে। কিন্তু পুলিস দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি শুধু মন্দিরে হামলার ঘটনা কেন ঘটছে এবং হিন্দুর ধর্মীয় স্থানের নিরাপত্তা নেই কেন, সেই প্রশ্নও প্রশাসনের দিকে ছুড়ে দিয়েছেন হিন্দু বাসিন্দারা। আপাতত, ঘটনার তদন্ত করছে পুলিস।