এক বিজেপি বিধায়কের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। ওই বিধায়কের নাম দেবেন্দ্র নাথ রায়। আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই বিজেপি বিধায়কের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তাঁর পরিবারের সদস্যরা। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রচুর স্থানীয় মানুষ ভিড় করেন। খবর পেয়ে বিশাল পুলিসবাহিনী আসে ঘটনাস্থলে। দেখা যায়, ওই বিধায়কের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এক হাতও বাঁধা ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। তারপরে আর বাড়ি ফেরেননি তিনি। পরে আজ সকালে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বিরোধী দল হিসেবে বিজেপির শক্তি যতই বৃদ্ধি হয়েছে, ততই বেড়েছে বিজেপি কর্মীদের খুন করার ঘটনা। গত লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৭০ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। বরাবরই শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন বিজেপি নেতারা। তবে এই ঘটনা রাজনীতির কারণে নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে, তা তদন্তের পরেই জানা যাবে বলে মনে করা হচ্ছে।