
আমফান ঝড়ের পরে কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিন্তু এখনো স্বাভাবিক হয়নি ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষগুলির জীবন। সরকারি সাহায্য অল্প কিছু মানুষ পেলেও পাননি অনেকেই। অনেকেই নিজেদের চাষের ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এমনই অবস্থা দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন এলাকার নামখানা ব্লকের দক্ষিণ দুর্গাপুর গ্রাম। গ্রামটি নদীর পাশে অবস্থিত হওয়ায় ঝড়ের আঘাত পেয়েছে বেশি। ফলে মানুষগুলির বেশিরভাগেরই ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনই মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন সেবা ভারতী।
আজ সকালে সেবা ভারতীর একটি দল ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় নামখানার ওই গ্রামটিতে। খবর পেয়ে জড়ো হন আশেপাশের গ্রামের কয়েকশ মানুষ। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। সেবা ভারতীর কার্যকর্তারা এবং স্থানীয় কয়েকজন স্বয়ংসেবক উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত মানুষগুলির হাতে তুলে দেওয়া হলো মশারি, জামা-কাপড়, বিস্কুটসহ অন্যান্য সামগ্রী। সাহায্য পেয়ে খুশি প্রান্তিক মানুষগুলি।