© শ্রী সূর্য শেখর হালদার
দেবী সরস্বতী, আদি কবি মহর্ষি বাল্মীকি আর বাল্মীকি রামায়ণ এর বাংলা অনুবাদক শ্রী রাজশেখর বসু কে স্বশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বাংলা রামায়ণ !!
🙏🙏🙏
রামায়ণ পর্ব : চার
কান্ড : বালকাণ্ড
সর্গ : প্রথম
শ্লোক : একুশ – ত্রিশ
💐💐💐
যৌবরাজ্যেন সংযোক্তুমৈচ্ছত্প্রীত্যা মহীপতি: ৷
তস্যাভিষেকসম্ভারান্দৃষ্ট্বা ভার্যাথ কৈকযী ৷৷১.১.২১৷৷
(শ্রীরামের প্রতি) প্রীত মহীপতি ( দশরথ ) তাঁকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছুক হলেন।
💐💐💐
পূর্বং দত্তবরা দেবী বরমেনমযাচত ৷
বিবাসনং চ রামস্য ভরতস্যাভিষেচনম্ ৷৷১.১.২২৷৷
শ্রীরামের রাজ্যাভিষেকের প্রস্তুতি দেখে ভার্যা ( দশরথ পত্নী ) কৈকেয়ী দশরথের নিকট পূর্ব প্রতিশ্রুত বর চাইলেন – রামের নির্বাসন আর ভরতের রাজ্যাভিষেক।
💐💐💐
স সত্যবচনাদ্রাজা ধর্মপাশেন সংযত: ৷
বিবাসযামাস সুতং রামং দশরথ: প্রিযম্ ৷৷১.১.২৩৷৷
সত্যবচনাবদ্ধ, ধর্মপরায়ণ, সংযত দশরথ তাঁর প্রিয় পুত্র রামকে নির্বাসনে বনে পাঠালেন।
💐💐💐
স জগাম বনং বীর: প্রতিজ্ঞামনুপালযন্৷
পিতুর্বচননির্দেশাত্কৈকেয্যা: প্রিযকারণাত্ ৷৷১.১.২৪৷৷
পিতার নির্দেশ রক্ষা করতে, কৈকেয়ীকে সন্তুষ্ট করতে পরমবীর শ্রীরাম বনে গেলেন আর কৈকেয়ীকে দেওয়া পিতার প্রতিজ্ঞা পালনে সাহায্য করলেন।
💐💐💐
তং ব্রজন্তং প্রিয়ো ভ্রাতা লক্ষ্মণোনুজগাম হ ৷
স্নেহাদ্বিনয়সম্পন্নস্সুমিত্রানন্দবর্ধন: ৷৷১.১.২৫৷৷
প্রিয়ভ্রাতা লক্ষণ, যিনি বিনয়সম্পন্ন ও সুমিত্রার আনন্দ বর্ধক তিনিও ভ্রাতৃস্নেহের পরশে রামের অনুগামী হয়ে বনে গেলেন।
💐💐💐💐
ভ্রাতরং দয়িতো ভ্রাতুস্সৌভ্রাত্রমনুদর্শয়ন্ ৷
রামস্য দযিতা ভার্যা নিত্যং প্রাণসমা হিতা ৷৷১.১.২৬৷৷
প্রিয় ভাই এর প্রতি ভ্রাতৃত্ব দেখিয়ে লক্ষণ বনবাসে অনুগমন করলেন। রামের প্রিয় ভার্যা তাঁর ( রামের ) প্রাণ বায়ুর ন্যায় নিত্য হিতসাধনকারী ছিলেন।
💐💐💐
জনকস্য কুলে জাতা দেবমায়েব নির্মিতা ৷
সর্বলক্ষণসম্পন্না নারীণামুত্তমা বধূ: ৷৷১.১.২৭৷৷
জনককুলে জন্মগ্রহণকারিনী ( রামের ভার্যা সীতা ) ছিলেন স্বয়ং দেবী মোহিনীর রূপ। তিনি সর্বগুণসম্পন্ন, নারীদের মধ্যে সর্বত্তমা পুত্রবধূ ( দশরথের )
💐💐💐
সীতাপ্যনুগতা রামং শশিনং রোহিণী যথা ৷
পৌরৈরনুগতো দূরং পিত্রা দশরথেন চ ৷৷১.১.২৮৷৷
সীতাও রামের অনুগতা হলেন অর্থাৎ বনগমন করলেন ঠিক যেভাবে রোহিনী ( প্রজাপতি দক্ষের এক কন্যা তথা চন্দ্রের সঙ্গিনী ) চন্দ্রের অনুগমন করেন।পুরবাসীগণ এমনকি পিতা দশরথও বহুদূর পর্যন্ত শ্রীরামের অনুগমন করলেন।
💐💐💐
শৃঙ্গিবেরপুরে সূতং গঙ্গাকূলে ব্যসর্জয়ৎ ৷
গুহমাসাদ্য ধর্মাত্মা নিষাদাধিপতিং প্রিয়ম্ ৷৷১.১.২৯৷৷
শৃঙ্গিবেরপুরের গঙ্গাকূলে এসে রাম সারথীকে (সুমন্ত্র ) ফেরত পাঠালেন। তিনি ধর্মাত্মা, নিষাদাধিপতি প্রিয় গুহের দিকে এগিয়ে গেলেন।
💐💐💐💐
গুহেন সহিতো রামো লক্ষ্মণেন চ সীতয়া ৷
তে বনেন বনং গত্বা নদীস্তীর্ত্বা বহূদকা: ৷৷১.১.৩০.
গুহের সহিত রাম লক্ষণ ও সীতা গভীর এবং বিশাল জলরাশি সম্পন্ন নদী ( গঙ্গা ) পার হয়ে এক বন থেকে আরেক বনে যাত্রা করলেন।
💐💐💐
(ক্রমশঃ )
🙏🙏🙏