আউশগ্রামের একশো বছরের বেশি পুরোনো চন্ডী দেবীর মন্দিরে দুষ্কৃতী হানা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দিরের চন্ডী দেবীর মূর্তি চুরি করে নিয়ে গেল। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মূর্তি দ্রুত উদ্ধার করার দাবিতে পথ অবরোধ করেছেন স্থানীয় হিন্দুরা।
জানা গিয়েছে, আউশগ্রামের ছোড়া কলোনিতে ওই চন্ডী মন্দিরটি অবস্থিত। এলাকায় জাগ্রত মন্দির হিসেবে মন্দিরটি পরিচিত। কিন্তু আজ সকালে স্থানীয় কিছু মানুষ দেখেন যে, মন্দিরের ভিতরে চন্ডী দেবীর মূর্তি নেই। অনুমান করা হচ্ছে যে, গতকাল ১০ই জুলাই রাতে দুষ্কৃতীরা মন্দিরে হানা দিয়ে মূর্তি চুরি করে নিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। বহু সংখ্যক হিন্দু জনতা মন্দিরের কাছে জড়ো হন। তাঁরা প্রাচীন মূর্তিটি উদ্ধারের দাবিতে পথ অবরোধ করেন। পাশাপাশি হিন্দু জনতার দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মূর্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
ছবি: ফাইল